Thursday, July 26, 2007

ঘুরে এলাম মাউন্টফুজি


ঘুরে এলাম মাউন্টফুজি

গত মাসে জুনের ১৭ তারিখে হিতাচি বাংলাদেশের লোকজন মিলে ফুজি পাহাড়ে বেড়াতে গেলাম লোকজন মোট ৯ জন যাবার জন্য ১ টি গাড়ি ভাড়া করলাম সেটাতে আমরা ৫ জন দোহা ভাই-এর গাড়িতে ২ ফ্যমিলি লং ড্রাইভে আমার ২য় বারের মত হাতেখড়ি আগের বার ছিলো নিক্কো ভ্রমন
তখন অবশ্য দোহা ভাইরা সঙ্গে ছিলেন না
ভোর ৩টার সময় জামান ভাইদের বাসায় সবাই জমায়েত হবে আগের দিন আমি টোকিও তে গিয়েছিলাম ফিরতে ফিরতে রাত ১০টা আড়াইটার সময়ে এলার্ম দিয়ে ঘুমাতে গেলাম সাড়ে ১১ টার দিকে কিছু অডিও সিডি তৈরি করতে করতে সময় লেগে ড্রাইভের সময় শুনতে হবে তো
আড়াইটায় উঠে মুখ চোখ ধুলাম বড্ড ক্লান্তি লাগছিল কিন্তু সময় নাই গাড়ি ছিল রফিক ভাইয়ের ডর্মে আমার রুম থেকে ২০ সেকেন্ডের পথ গেলাম রফিক ভাই বের হলেন গাড়ি চালিয়ে মামুন ভাই এর এপার্টমেন্ট গেলাম । মামুন ভাই কে তুলে নিয়ে গেলাম জামান ভাই দের বাসায় ।জামান ভাই একটু কফি করলেন। কফি পান করে শরীরে বেশ একটা চাঙ্গা ভাব এল ।

চারদিকে দিনের আলো ফুটতে শুরু করেছে, চমৎকার একটা দিন শুরু হতে চলেছে। দোহা ভাইরা তখনো এসে পৌছাননি । সবাই জড়ো হতেহতে ৪টা বেজে গেল।আমরা রওনা দিলাম । সূর্য উঠছে। গাড়ি চলছে ।
আমদের গাড়িতে সামনের সিটে রফিক ভাই ,ড্রাইভিং সিটে আমি । পিছনের ছিটে জামান ভাই ,মামুন ভাই,সাগর দাদা । মামুন ভাই ঝিমোচ্ছিলেন বেশী, কথা বলছিলেন কম । দাদা আর জামান ভাই গান (!!!) ধরলেন । সিডি প্লেয়ার এর সাঊন্ড কমিয়ে দিলাম । দোহা ভাইদের গাড়ি আমদের সামনে চলছিলো । মোবাইল দিয়ে দোহা ভাইদের সাথে কথা বলছিলাম ।
বিশ্রামের জন্য থামলাম হাইওয়ের রেষ্ট এরিয়াতে (নামটা ভুলে গেছি)। তৈরি করা নাস্তা বের করে খেলাম । আমাদের ভিতর দোহা ভাই-ভাবি,শহীদুল ভাই-ভাবি চমৎকার রান্না করেন । এব্যাপারে রফিক ভাই ,মামুন ভাই ,জামান ভাইও কম যান না। ফলে চমৎকার নাস্তা হলো । আবার যাত্রা শুরু হলো ।
জার্নির সবচেয়ে কঠিন অংশ মানে ড্রাইভিং-এর কঠিন অংশ । আশপাশে প্রচুর গাড়ী চলছে । আকাবাকা রাস্তা । একটু নার্ভাস লাগছিল ।
পাশের সিট থেকে রফিক ভাই আমাকে অনেক হেল্প করছিলেন । পুরোটা পথ আমি দোহা ভাইয়ের পেছন পেছন চালিয়ে যাচ্ছি দোহা ভাই বেচারা আমার জন্য জোরে চালাতে পারছিলেন না জোরে বলতে ১০০কিলোমিটার প্লাস । আমি চালাচ্ছিলাম ১০০ তে । দোহা ভাই পারলে ১২০ পার করে দেন ।আমদের প্লান হলো প্রথমে আমরা হিতাচি থেকে হাইওয়ে ধরে টোকিও যাবো তারপর টোকিও থেকে ফুজি পাহাড়
হিতাচি থেকে টোকিও যেতে হয় যোবান হাইওয়ে দিয়ে